আর্টিকেল প্রকাশ সংক্রান্ত নীতিমালা
আমাদের DA PA স্কোর

বাংলা ভাষায় প্রকাশিত জনপ্রিয় ব্লগ আইটেকবাংলা আবার নতুন করে কার্যক্রম শুরু করেছে। এখন আপনি ও চাইলে এই ব্লগে পোস্ট করতে পারবেন। আইটেকবাংলা ব্লগে পোস্ট করার পূর্বে অবশ্যই নিচের নীতিমালা মেনে পোস্ট করতে হবে। আইটেকবাংলা ব্লগে লগইন-রেজিস্ট্রার হওয়ার সাথে সাথেই ধরে নেওয়া হবে যে ‘নীতিমালা‘ পড়ে আমাদের সাথে একমত হয়েছেন।
আর্টিকেল সংক্রান্ত নীতিমালা:
১। পূর্বে প্রকাশিত নিজের বা অন্যের ব্লগ থেকে কোন মানসম্মত পোস্ট হুবহু কপি করে পেস্ট করা যাবে না।
২। ঘৃণাত্মক, সংঘাতপ্রয়াসী / উস্কানীমূলক অথবা সমালোচনামূলক এবং ব্যক্তিগত দিক থেকে আক্রমণ করে এমন টাইপের পোস্ট সাবমিট করা যাবেনা।
৩। সমাজে অশ্লীল গন্য হতে পারে এমন ধরনের ছবি বা পোস্ট করা যাবেনা।
৪। পোষ্ট সর্বনিম্ন ৩০০ শব্দের উপরে হতে হবে অন্যথায় পোষ্ট Approve করা হবেনা।
৫। ইংরেজী বাংলা মিশ্রিত করে, ইংরেজি অক্ষর দিয়ে বাংলা লিখে পোস্ট সাবমিট করা যাবেনা। শুধু বাংলা অথবা ইংরেজিতে পোস্ট দিতে হবে।
৬। অর্ধেক বা অল্প লিখে বাকিটুকু পড়তে নিজের ব্লগ বা অন্য সাইটের লিংক দেয়া যাবে না।
৭। কোন পোষ্ট যদি আগে অন্য কোথাও প্রকাশ হয়ে থাকে সেটি দ্বিতীয় বার এখানে সাবমিট করা যাবেনা।
৮। হ্যাকিং, ক্র্যাকিং, স্প্যামিং, ধোঁকাবাজি ইত্যাদি অন্যের ক্ষতি হতে পারে এমন টাইপের পোস্ট সাবমিট করা যাবেনা।
৯। কপিরাইট আইন লংঘন হয় এমন কোন লেখা অনুমোদন করা হবে না।
১০। দাড়ি, কমা, স্পেস, লাইন ব্রেক ঠিকমত ব্যবহার না হলে এবং বানান শুদ্ধ না হলে পোস্ট Approve করা হবে না।
১১। ভুয়া/অবিশ্বাসযোগ্য/নতুন ইনকাম সাইট/পেমেন্ট করেনা এমন কোন ইনকাম করার সাইট সম্পর্কে পোস্ট লেখা যাবেনা।
১২। নির্দিষ্ট পোস্টের জন্য নির্দিষ্ট ক্যাটাগরি বা বিভাগ নির্বাচন করতে হবে।
১৩। সঠিক তথ্য দিয়ে পোস্ট লিখতে হবে। ভুল তথ্য দিয়ে লিখলে পোস্টটি ডিলিট করে দেয়া হবে।
লেখার জন্য কিভাবে রেজিস্ট্রেশন করবেন সেটা জানতে নিচের বাটনে ক্লিক করুন
আগে রেজিস্ট্রেশন করা থাকলে লগইন করে লেখা পাঠাতে নিচের লিংকে ক্লিক করুন