তামিম ইকবাল ও রানের আড়ি মিটবে কবে?
তামিম ইকবাল ও রানের আড়ি মিটবে কবে?

তামিম ইকবাল কে ইদানিং হতভাগা বলা চলে। বিগত কিছুদিন ধরে তামিম ইকবাল ও রানের আড়ি চলছে। গত ম্যাচে তিনি খারাপ করেছে বাকিরা সম্মিলিত চালিয়ে খেলে একটা সম্মানজনক জয় এনেছে।
আর আজ তিনি উইকেটে টিকেছেন বেশ সময়। কিন্তু ফলের মতো টুপটুপ করে ধারাবাহিক ভাবে উইকেট পড়ছে। ফলে তার পক্ষে চালিয়ে খেলা এখন আত্মঘাতী হওয়ার সম্ভাবনা আছে। এমনিতেই তার স্ট্রাইক রেট নিয়ে প্রচুর সমালোচনা আছে। কিন্তু পরিস্থিতি তাকে সবসময় হয়তো স্ট্রাইক রেট মেইনটেইন করার সুযোগ দেয় না। তবে তার এত মন্থরতা দৃষ্টিকটু বটে। তার উচিত অন্তত রান – বল সমান না হলেও প্রায় কাছাকাছি রাখার চেষ্টা করা।
খান সাহেবের পারফরম্যান্স নিয়ে অবশ্যই সমালোচনা হওয়া উচিত কিন্তু ক্যাপ্টেন্সি নিয়ে সমালোচনা করা শতভাগ অযৌক্তিক। বর্তমানে তিনি বাংলাদেশের অন্যতম একজন সফল ক্যাপ্টেন।
আইসিসির ওডিআই সুপার লিগে গত ম্যাচ পর্যন্ত ২৩ ম্যাচে ১৪ জয় ৮ পরাজয় নিয়ে পয়েন্ট টেবিলের ৩য় স্থানে রয়েছে বাংলাদেশ। সম্ভবত ২য় স্থানে যাওয়ারও একটা সুযোগ রয়েছে।
বাংলাদেশের ক্রিকেটের জয়ের স্বর্নযুগ শুরু মাশরাফি বিন মুর্তজার হাত ধরে। মাশরাফির বিদায়ের পর কিছুটা ছন্দপতন ঘটলেও। তামিম ইকবালের হাত ধরে বাংলাদেশ দল পুনরায় ফিরে আসে সেই মাশরাফির দেখানো তাল-লয়-ছন্দে।
এটার কৃতিত্ব অবশ্যই তামিমের প্রাপ্য। ক্যাপ্টেন হিসেবে মাশরাফির পর তিনি অবশ্যই বিবেচ্য তালিকায় থাকার যোগ্য। কিন্তু বর্তমানে তামিম ইকবাল ও রানের আড়ি সত্যি ই হতাশাজনক। এ বিষয়ে তার আরো সময় দেয়া প্রয়োজন। তার ব্যাটে দুরন্ত রান হয়তো বাংলাদেশের অগ্রসর পথ আরো মসৃণ করে তুলবে।
তামিম ইকবাল ক্যারিয়ার
২০০৭ সালে তামিম তার ওয়ানডে অভিষেক করেন। এর আগে ডিসেম্বর ২০১০ থেকে সেপ্টেম্বর ২০১১ পর্যন্ত তিনি জাতীয় দলের সহ-অধিনায়ক ছিলেন। ওয়ানডে ক্রিকেটে সর্বাধিক রান করার জন্য তিনি বাংলাদেশের অন্যতম সেরা ব্যাটসম্যান হিসাবে বিবেচিত।
৮ই মার্চ ২০২০ বাংলাদেশ ওয়ানডে দলের নতুন ক্যাপ্টেন হিসেবে তামিম ইকবালের নাম ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি। রবিবার (৮ই মার্চ) তামিম ইকবালকে ওয়ানডে দলের ক্যাপ্টেন হিসেবে চূড়ান্ত করা হয়। এর ফোলে, টাইগারদেল বিদায়ী অধিনায়ক মাশরাফীর স্থলাভিষিক্ত হন তামিম ইকবাল।
শুভকামনা ক্যাপ্টেন খান, শুভকামনা টিম বাংলাদেশ।
আরো পড়ুন বিসিবি এবার আনছে খেলার চ্যানেল
– আইটেক বাংলার ফেসবুক গ্রুপে যোগ দিয়ে প্রযুক্তি বিষয়ক যেকোনো প্রশ্ন করতেঃ এখানে ক্লিক করুন।
– আইটেক বাংলার ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকতে এই পেজ ভিজিট করুন।
– আইটেক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন এবং দারুণ সব ভিডিও দেখুন।
– গুগল নিউজে আইটেক বাংলার সাইট ফলো করতে এখানে ক্লিক করুন
– আইটেক বাংলার সাইটে লিখতে চাইলে যোগাযোগ করুন এই লিংকে।
– প্রযুক্তির সব তথ্য জানতে নিয়মিত ভিজিট করুন www.itechbangla.com সাইট।