আমার কথাইতিহাসের পাতা

স্মৃতিতে বিবিসি বাংলা রেডিও

স্মৃতিতে বিবিসি বাংলা রেডিও

স্মৃতিতে বিবিসি বাংলা রেডিও
স্মৃতিতে বিবিসি বাংলা রেডিও

আজ সন্ধ্যা ও রাতের ২টি অধিবেশনের মধ্য দিয়ে সমাপ্তি ঘটবে বিবিসি বাংলা রেডিওর কার্যক্রম। ১৯৪১ সাল থেকে চলা সুদীর্ঘ পথচলার পরিসমাপ্তি হবে আজ। আর সেই পরিসমাপ্তি নিয়ে আমার স্মৃতিতে বিবিসি বাংলা রেডিও শিরোনামে একটি ক্ষুদ্র অভিব্যক্তি প্রকাশ করলাম।

শেষযাত্রায় বিবিসি বাংলা রেডিও

বিবিসি বাংলা রেডিওর শেষ দু’টি অধিবেশন প্রচার হবে আজ রাতে। সকালের রেডিও অনুষ্ঠান আগেই বন্ধ হয়েছে। আর এবার সন্ধ্যা সাড়ে সাতটা এবং রাত সাড়ে দশটায় ‘প্রবাহ’ আর ‘পরিক্রমা’ প্রচারের মাধ্যমে শেষ হবে যাত্রা।

বিবিসি বাংলার রেডিও যাত্রা শুরু

বিবিসি বাংলা রেডিও যাত্রা শুরু হয়েছিল ১৯৪১ সালের ১১ই অক্টোবর, একটি সাপ্তাহিক নিউজলেটার দিয়ে। সেই থেকে নানা পরিবর্তন হতে হতে আজকের বিবিসি বাংলা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ডামাডোলের মধ্যে বিবিসি বাংলার যাত্রা শুরু হলেও বাংলাদেশের সর্বস্তরের মানুষের মধ্যে এর ব্যাপকতা শুরু হয় ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় থেকে। তখনকার যুদ্ধকালীন পরিস্থিতি জানার একমাত্র মাধ্যম ছিলো এই বিবিসি বাংলা।

আমার স্মৃতিতে বিবিসি বাংলা রেডিও

আমার রেডিওর সাথে পরিচয় ঘটে আমার নানার মাধ্যমে। ছোটবেলায় সকাল আর সন্ধ্যায় রেডিওর অনুষ্ঠান গুলো এক অন্যরকম আগ্রহ সৃষ্টি করত। এভাবেই একদিন পরিচয় ঘটে বিবিসি বাংলার সাথে। ছোটবেলা থেকেই পত্রিকার সম্পাদকীয় পাতা আমার মূল আকর্ষণ ছিলো। সে হিসাবে বিবিসির বিশ্লেষণমূলক অনুষ্ঠানগুলো বেশ ভালোই লাগতো। মূলত ক্লাস ৭ থেকে আমার নিয়মিতই বিবিসি শোনা হত। ১০০.০ ও ১০৬.০ তে খেলার ধারাভাষ্য আর বিবিসি শোনা যেত। সবচেয়ে বিরক্তি লাগতো রাতের খেলার ধারাভাষ্যের মধ্যে বিবিসির খবর প্রচার। অম্ল মধুর সেসব স্মৃতি আজ মনে পড়ছে। সকাল বেলায় খেতে খেতে প্রভাতী শোনা, সন্ধ্যায় প্রবাহ টা চা খেতে খেতে শোনা হত। আর পরিক্রমা নিয়মিত শোনার সুযোগ হতো না। বড় কোনো খবর আর ফোনকল থাকলে মূলত শোনা হত। স্কুল জীবন শেষ করার পর কলেজের হোস্টেল জীবনের কল্যানে আর খুব একটা শোনা হত না। তবে করোনার সময় কিছুটা শোনা হত। তবে বিগত কয়েকবছর ধরে কিছুটা বুঝতে পারছিলাম এর বায়াসড হয়ে যাবার লক্ষণ। বিবিসির বিভিন্ন মিথ্যা ও উদ্দ্যশ্যমূলক প্রতিবেদন বেশ খারাপ লেগেছিলো। আর তখন থেকেই বিবিসির শ্রোতা থেকে ছিন্ন হয় আমার সম্পর্ক। তো এই ছিলো আমার বিবিসির অদ্যপান্ত।

ইলেক্ট্রিক ভার্সনে এসব বায়াসড জিনিস প্রচার আরো বিপাকে ফেলেছে বিবিসি বাংলাকে। তবে বিবিসি বাংলার এ সিদ্ধান্তে সবচেয়ে বিপাকে পড়বে বয়োবৃদ্ধ মানুষজন। যাদের একমাত্র অবলম্বন রেডিও। এদের সংখ্যা এখনো ব্যাপক। এরা কয়েক দশক ধরে বিবিসির কোর শ্রোতা।

আরো পড়ুনঃ সাহারার এক প্রজ্জলিত মরক্কো

– আইটেক বাংলার ফেসবুক গ্রুপে যোগ দিয়ে প্রযুক্তি বিষয়ক যেকোনো প্রশ্ন করতেঃ এখানে ক্লিক করুন
আইটেক বাংলার ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকতে এই পেজ ভিজিট করুন
আইটেক বাংলার
ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন এবং দারুণ সব ভিডিও দেখুন
– গুগল নিউজে আইটেক বাংলার সাইট ফলো করতে  এখানে ক্লিক করুন
আইটেক বাংলার সাইটে লিখতে চাইলে যোগাযোগ করুন এই লিংকে
– প্রযুক্তির সব তথ্য জানতে নিয়মিত ভিজিট করুন www.itechbangla.com সাইট।

সকল সর্বশেষ তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে আজই ফ্রি সাবস্ক্রাইব করুন!

আইটেকবাংলা

"itech bangla" একটি বাংলা টেক ব্লগ (Bangla Tech Blog)। এখানে প্রতিনিয়ত ঘটে যাওয়া প্রযুক্তি ও সমসাময়িক বিষয় নিয়ে ব্লগ লেখা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button