আইটেকবাংলায় কিভাবে রেজিস্ট্রেশন করবেন?

আইটেকবাংলায় যেভাবে রেজিস্ট্রেশন করবেন:

“আইটেকবাংলা” একটি বাংলাদেশী টেকনোলজি ব্লগ। এখানে বিভিন্ন প্রযুক্তি সম্পর্কিত বিষয়গুলি সম্পর্কে তথ্য সরবরাহ করা হয়, যেমন ব্লগিং, ওয়েবসাইট, গ্যাজেট, অনলাইন ইনকাম ইত্যাদি। একইভাবে পর্যালোচনা, সংবাদ এবং প্রযুক্তি সম্পর্কে বিভিন্ন টিপস ও নিয়মিতভাবে প্রকাশ করা হয়।

এখানে যে কেউ চাইলেই একজন লেখক হিসেবে যুক্ত হতে পারেন। আইটেকবাংলায় কিভাবে রেজিস্ট্রেশন করবেন সেটা জানতে হলে এই পোস্ট টি পড়তে হবে। আইটেকবাংলায় রেজিস্ট্রেশন করার উপায় একদম সহজ। আইটেকবাংলায় রেজিস্ট্রেশন করার উপায় নিচে ধাপে ধাপে দেয়া হলো।

নাম্বার ১– খালিঘরে ইউজারনেম লিখতে হবে। ইউজারনেম অবশ্যই <স্পেস> ছাড়া হতে হবে।
নাম্বার ২– খালিঘরে দিবেন আপনার ইমেইল।
নাম্বার ৩– খালিঘরে দিতে হবে আপনার নামের প্রথম অংশ।
নাম্বার ৪– খালিঘরে দিতে হবে আপনার নামের শেষ অংশ।
নাম্বার ৫– Register বাটনে ক্লিক করে

নাম্বার ৬– আপনার রেজিস্ট্রেশন করা শেষ হয়েছে। এবার পাসওয়ার্ড সেট করতে হবে। এজন্য আপনি উপরের নাম্বার ২ স্টেপ এ যে ইমেইলটি দিয়েছেন সেটির ইনবক্স চেক করুন।
নাম্বার ৭-  নাম্বার ২ স্টেপ এ যে ইমেইলটি দিয়েছেন সেটির ইনবক্সে গিয়ে ইমেইল থেকে প্রথম লিংকটি ক্লিক করুন উপরের ছবির মত।
নাম্বার ৮– এবার আপনাকে একটি পাসওয়ার্ড তৈরি করে বসাতে হবে। এখানে একটি ডিফল্ট পাসওয়ার্ড দেয়া থাকবে। আপনি চাইলে সেটিও ব্যবহার করতে পারেন বা নিজে পাসওয়ার্ড বানিয়েও দিতে পারেন। পরবর্তীতে লগইন করতে হলে এই পাসওয়ার্ড টি লাগবে। তাই এটি আপনি এটি সংরক্ষণ করে রাখুন।

নাম্বার – পাসওয়ার্ড বসানো হয়ে গেলে Save Possword বাটন এ ক্লিক করুন। ব্যাস আপনার রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে।
এখন আপনি যেকোনো সময় এই লিংকে https://itechbangla.com/wp-login.php গিয়ে লগইন করে লেখালেখি শুরু করতে পারেন।

Back to top button