৭ম শ্রেণির বিজ্ঞান অনুশীলন বই 2023 free pdf

আজকের ব্লগের প্রদত্ত বিষয় হলো নতুন প্রকাশিত ৭ম শ্রেণির বিজ্ঞান অনুশীলন বই 2023। বইটির একদম নতুন সংস্করণ আইটেকবাংলা ব্লগে দেয়া হল। ৭ম শ্রেণির বিজ্ঞান অনুশীলন বই 2023 এর পিডিএফ সংস্করণটি যারা ৭ম শ্রেনীর শিক্ষার্থী ও শিক্ষক তাদের জন্য খুবই সহায়ক হবে। বইটি সম্পর্কে প্রয়োজনীয় তথ্য আপনারা নিচের ছকে সুবিন্যস্ত ভাবে পেয়ে যাবেন।
শিরোনাম | তথ্য |
---|---|
বইয়ের নাম | ৭ম শ্রেণির বিজ্ঞান অনুশীলন বই 2023 |
শ্রেণি | সপ্তম |
সাইজ | 7 MB |
পৃষ্ঠা | ১৩০ |
প্রকাশকাল | ডিসেম্বর 2022 (পরীক্ষামূলক সংস্করণ) |
ডাউনলোড লিংক | বইটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন |
জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক জাতীয় শিক্ষাক্রম- ২০২২ অনুযায়ী প্রণীত এবং ২০২৩ শিক্ষাবর্ষ থেকে ৭ম শ্রেণির বিজ্ঞান অনুশীলন বই 2023 এর জন্য নির্ধারিত পাঠ্যপুস্তক
বিজ্ঞান অনুশীলন বই
সপ্তম শ্রেণি
(পরীক্ষামূলক সংস্করণ)
রচনা নাসরীন সুলতানা মিতু ড. মানস কান্তি বিশ্বাস শিহাব শাহরিয়ার নির্ঝর মোঃ রোকনুজ্জামান শিকদার ড. মোঃ ইকবাল হোসেন
সম্পাদনা
ড. মুহম্মদ জাফর ইকবাল
ড. হাসিনা খান
জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড
৬৯-৭০. মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০ কর্তৃক প্রকাশিত
[জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড, বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত] প্রকাশকাল : ডিসেম্বর ২০২২
শিল্পনির্দেশনা মঞ্জুর আহমেদ নাসরীন সুলতানা মিতু
চিত্ৰণ সব্যসাচী চাকমা
প্রচ্ছদ মেহেদী হক সব্যসাচী চাকমা
গ্রাফিক ডিজাইন
নাসরীন সুলতানা মিতু
৭ম শ্রেণির বিজ্ঞান অনুশীলন বই 2023 এর শিখন অভিজ্ঞতাগুলোর ধরন কেমন হবে?
ফসলের ডাক
ফসলের ডাক!! ফসল কি আর ডাকতে পারে? সত্যিই খুব মজা হতো যদি ক্ষেতের ফসল, টবের ফুলগাছ বা নার্সারির উদ্ভিদ আমাদের ডেকে বলত তোমরা সবাই এসে দেখে যাও, আমরা কেমন আছি, কীভাবে বড় হই, কীভাবে লড়াই করি, কীভাবে টিকে থাকি। যাহোক ফসল হয়তো আমাদের ডাকবে না, তাতে কি? আমরাই তাদের কাছে যাব, দেখব তাদের বেড়ে ওঠা, বিবর্তন আর অভিযোজন।
পদার্থের সুলুকসন্ধান
পদার্থের সুলুকসন্ধান! অর্থাৎ পদার্থের খোঁজখবর। এই যে আমাদের চারপাশে এত বস্তু আমরা দেখি তার ভেতরকার গঠন আসলে কেমন? পদার্থকে আমরা যদি ভাঙতে থাকি, তাহলে ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর পর্যায়ে গিয়ে আমরা আসলে কী দেখব? ঠিক কী কারণে আমরা একেক পদার্থে একেক রকম বৈশিষ্ট্য দেখি? এই সকল প্রশ্নের উত্তর খুঁজতেই আমাদের এবারের ৭ম শ্রেণির বিজ্ঞান অনুশীলন বই 2023 এর শিখন অভিজ্ঞতা ‘পদার্থের সুলুকসন্ধান!”
কোষ পরিভ্রমণ
ঘুরতে যেতে কার না ভালো লাগে! আমরা যেমন নতুন জায়গা ঘুরে ঘুরে দেখি, আমাদের বা অন্য যেকোনো জীবের কোষের ভেতরে ছোট্ট হয়ে ঢুকে গিয়ে যদি কোষের ভেতরটাও এভাবে ঘুরে ঘুরে দেখা যেতো তাহলে কেমন হতো? যেহেতু সত্যি সত্যি সেটা সম্ভব নয় তাই এই অভিজ্ঞতায় বিভিন্ন ধরনের কোষের মডেল বানিয়ে সেখানে ঘুরে আসবো…..
সূর্যালোকে রান্না!
গনগনে রোদে পিচঢালা রাস্তায় খালি পায়ে হেঁটে দেখার চেষ্টা করে দেখেছ কখনো? এই চেষ্টা না করাই ভালো। জানোই তো, রাস্তা কেমন আগুন গরম হয়ে থাকে এই সময়ে! আচ্ছা, রোদ থেকে পাওয়া এই তাপ কাজে লাগানো যায় কিনা ভেবে দেখো তো? এই ৭ম শ্রেণির বিজ্ঞান অনুশীলন বই এর শিখন অভিজ্ঞতায় রোদের তাপকে কাজে লাগিয়ে কীভাবে এমনকি রান্নাবান্নাও সেরে ফেলা যায় সেটাই আমরা দেখবো!
অদৃশ্য প্রতিবেশী
আমাদের আশেপাশে যারা বাস করে তারাই তো আমাদের প্রতিবেশী, তাই না? কিন্তু এমন প্রতিবেশী কি আছে যাদের আমরা দেখতে পাই না? এই দেখতে না পাওয়া প্রতিবেশীরা কখনও আমাদের উপকারে আসে, কখনও আমাদের দুর্গতির কারণও ঘটায়। বলতে গেলে আমাদের পুরো জীবনে আষ্টেপিষ্টে জড়িয়ে আছে তারা। কিন্তু কারা এই অদৃশ্য প্রতিবেশী? ৭ম শ্রেণির বিজ্ঞান অনুশীলন বই এর এই শিখন অভিজ্ঞতায় তাদের সম্পর্কেই জানব আমরা।
হরেক রকম খেলনার মেলা!
ছোটবেলায় খেলনা দিয়ে খেলো নি এমন কেউ নেই নিশ্চয়ই? এখনো হয়ত তোমাদের অনেকেরই ভালো লাগে খেলনা গাড়ি, পুতুল নিয়ে খেলতে। কেমন হয় যদি এবার নিজেরাই কিছু খেলনা বানানো যায়? আর তা যদি হয় একেবারে হাতের কাছেই থাকা বা ফেলে দেয়া উপকরণ দিয়ে? চলো, ৭ম শ্রেণির বিজ্ঞান অনুশীলন বই এর এই শিখন অভিজ্ঞতায় নতুন নতুন খেলনার ডিজাইন করে সবাইকে চমকে দেয়া যাক!
ক্ষুদে বাগান Terrarium
টেরারিয়াম (Terrarium)!! অবাক লাগছে! এটা অনেকটা Aquarium এর মতো দেখতে। ‘টেরারিয়াম’ হলো ঘরের কোণে ছোট বাগান। বদ্ধপরিসরে স্বয়ং- সম্পূর্ণভাবে বাস্তুতন্ত্র গড়ে তোলা। টেরা অর্থ স্থলভাগ। সে বিবেচনায় বদ্ধ স্থলভাগে বাস্তুতন্ত্র। এবার টেরারিয়াম (Terrarium) তৈরি করলে কেমন হয়? যদি টেরারিয়াম (Terrarium) তৈরির মাধ্যমে বিজ্ঞান শেখা যায়, তাহলে তো সেটা আরও আনন্দের!
ভূমিকম্প! ভূমিকম্প!
ভূমিকম্প একটি প্রাকৃতিক ঘটনা। পৃথিবীর অভ্যন্তরীণ গঠনের সাথে এটি সম্পর্কিত। এই অভিজ্ঞতায় আমরা ভূমিকম্পের কারণ উদঘাটন করবো। ভূমিকম্পের পূর্বে, ভূমিকম্পের সময় এবং ভূমিকম্পের পরে আমাদের করণীয় বিষয়গুলো শিখব এবং অনুশীলন করবো।
কল্পবিজ্ঞানের গল্প!
গল্পের বই পড়তে নিশ্চয়ই তোমাদের সবারই ভালো লাগে? রূপকথা, বাস্তবধর্মী সাহিত্য, সায়েন্স ফিকশন বা কল্পবিজ্ঞান, ইত্যাদি কতরকম বইই তো তোমরা পড়ো। কেমন হতো, যদি তোমাদের নিজেদের লেখা, আঁকা নিয়ে একটা বই প্রকাশিত হতো যার প্রকাশকও তোমরা নিজেরাই? বিজ্ঞান বিষয়ের অংশ হিসেবে যেহেতু এই কাজ, কাজেই বিষয় হিসেবে বেছে নেয়া যাক কল্পবিজ্ঞান। চলো, শুরু করি তাহলে!
আরো পড়ুন ষষ্ঠ শ্রেণির ইতিহাস ও সামাজিক বিজ্ঞান অনুশীলন বই 2023 free pdf
– আইটেক বাংলার ফেসবুক গ্রুপে যোগ দিয়ে প্রযুক্তি বিষয়ক যেকোনো প্রশ্ন করতেঃ এখানে ক্লিক করুন।
– আইটেক বাংলার ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকতে এই পেজ ভিজিট করুন।
– আইটেক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন এবং দারুণ সব ভিডিও দেখুন।
– গুগল নিউজে আইটেক বাংলার সাইট ফলো করতে এখানে ক্লিক করুন
– আইটেক বাংলার সাইটে লিখতে চাইলে যোগাযোগ করুন এই লিংকে।
– প্রযুক্তির সব তথ্য জানতে নিয়মিত ভিজিট করুন www.itechbangla.com সাইট।