বিচারক এর অবিচার, নৈতিকতার সমাচার
বিচারক এর অবিচার, নৈতিকতার সমাচার

ঘটনাক্রম
- শ্রেণীকক্ষ ঝাড়ু দেয়ার শিডিউল আসছে মেয়ে দেয় নাই। এরপর স্বাভাবিক ভাবেই একটু কথা পাল্টা কথা বান্ধবীদের মধ্যে হয়েছে।
- এরপর মেয়ে এসে ফেসবুকে স্টোরি দিয়েছে তার সহপাঠীদের “বস্তির মেয়ে” বলে! তার মা জজ সে দাম্ভিকতা ও দেখিয়েছে!
- মা আবার আরো এক কাঠি সরেস হয়ে স্কুলে হাজির হয়ে কয়েক মেয়ের অভিভাবক কে ডাকিয়েছে এবং এক অভিভাবক কে দিয়ে পা ধরিয়ে মাফ চাইয়েছে!
- এরপর আবার তিনি ছাত্রীদের ডিজিটাল সিকিউরিটি আইনের ভয় দেখিয়েছে!
এরপর স্বাভাবিক ভাবেই শিক্ষার্থীরা ক্ষেপেছে। এখন মা মেয়ের চোদ্দগুষ্টি উদ্ধার হচ্ছে।
এখন কথা হলো মেয়ের মা একজন বিচারক হয়েও এ বে-ইনসাফী কিভাবে করলেন! আইনের বই পড়ে কি তিনি এই শিখেছেন? তার বাস্তব জীবনে ই যদি ন্যায্য বিচার না করতে পারেন তাহলে তিনি বিচারকের মতো একটা আসনে বসে কিভাবে সুষ্ঠ বিচার করবেন! এ প্রশ্ন জাগা অস্বাভাবিক কিছু নয়।

তিনি খুবই স্পর্শকাতর একটা জায়গায় অধিষ্ঠান হয়ে আছেন। কিন্তু তিনি বিচার কি জিনিস তাই জানেন না। এখন কি সবাই ধরে নিবে তিনি একজন অকাট মূর্খ এবং অযোগ্যতার হেতু অবৈধ পন্থা অবলম্বন করে বিচারক হয়েছেন। এবং বিচারকের আসনে বসে অসদুপায় অবলম্বন করে বিচারকের আসনকে কলঙ্কিত করছেন!
তার বিরুদ্ধে নৈতিক স্খলনের অভিযোগ এনে বিচারকের পদ থেকে তাকে বহিষ্কার করা খুবই জরুরি। কারন এরকম অকাট মূর্খ একটা মহিলা বিচারকের আসনে থাকলে কখনোই ন্যায্য বিচার পাওয়া সম্ভব নয়।
তিনি এখন পর্যন্ত যে কাজ করেছেন তাতেই তো তার বিরুদ্ধে কমপক্ষে ২ টা কঠিন অভিযোগ আনা যায়
– ডিজিটাল সিকিউরিটি আইনের অপব্যবহার।
– পা ধরানোর কারনে মানহানি মামলা।
তিনি বিচারক হয়ে এসব বেসিক জিনিস গুলোও জানলেন না! কি বিচার এতদিন তিনি করেছেন? জনমনে প্রশ্ন উঠতেই পারে।
** বিচারকের মেয়েটি ক্লাস ৮ এ পড়ে! এখনই এই অবস্থা এ সামনে গেলে তো মাটিতে পা পড়বে না। একে লেখাপড়া করানোর কি আদৌ কোনো প্রয়োজন আছে! এরকম দুষ্ট ছাত্রীর চেয়ে শূন্য স্কুল ই ভালো।
এ সম্পর্কিত ভিডিওচিত্র পা ধরে ক্ষমা চাইতে বাধ্য হলেন অভিভাবক
আরো পড়ুন বিচারক এর অবিচার, নৈতিকতার সমাচার
– আইটেক বাংলার ফেসবুক গ্রুপে যোগ দিয়ে প্রযুক্তি বিষয়ক যেকোনো প্রশ্ন করতেঃ এখানে ক্লিক করুন।
– আইটেক বাংলার ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকতে এই পেজ ভিজিট করুন।
– আইটেক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন এবং দারুণ সব ভিডিও দেখুন।
– গুগল নিউজে আইটেক বাংলার সাইট ফলো করতে এখানে ক্লিক করুন
– আইটেক বাংলার সাইটে লিখতে চাইলে যোগাযোগ করুন এই লিংকে।
– প্রযুক্তির সব তথ্য জানতে নিয়মিত ভিজিট করুন www.itechbangla.com সাইট।