বিসিবি এবার আনছে খেলার চ্যানেল
বিসিবি এবার আনছে খেলার চ্যানেল

বাংলাদেশের ফাতরা মার্কা চ্যানেলগুলো আর বিভিন্ন স্ট্রিমিং নেটওয়ার্ক দর্শকদের উপর সুযোগ পেয়ে ভালোই খবরদারি চালায়। বিটিভি তো আলু পটল বেচার ই সময় পায় না। সেখানে খেলা তো দুরাশা। এরপর সম্প্রচার স্বত্ব কিনে বেসরকারি চ্যানেল। তারা স্বত্ব কিনে এমন আচরণ করে যে মনে হয় দুনিয়ায় আর কেউ খেলা দেখায় না তারাই দেখায়। আর গ্রাফিক্স, স্ট্রিমিং কোয়ালিটির কথা বাদই দিলাম।
এতসব অত্যাচার সহ্য করে হোম সিরিজের খেলাগুলো কোনোরকমে দেখা যায়। কিন্তু অ্যাওয়ে সিরিজ আসলে তো কথা নেই। বাংলাদেশের মিসকিন চ্যানেল গুলোর সব জারিজুরি ফাঁস হয়ে যায়। কিনতে পারে না স্বত্ব!
প্রতিটা অ্যাওয়ে সিরিজে এলেই খেলার চ্যানেল নিয়ে এরকম নাটক চলতেই থাকে। এদের এই অরাজকতা আর একনায়কতন্ত্র শেষ করার জন্য বিসিবি এবার আনছে খেলার চ্যানেল। বিসিবি যদি এই খেলার চ্যানেল চালু করার উদ্যোগ টা সাহস করে নিতে পারে। তাহলে দারুন হবে ব্যাপারটা। প্রথমে চ্যানেলে না গিয়ে ইউটিউবে স্ট্রিমিং দিয়ে শুরু করতে পারে। আর ইউটিউবে ও স্ট্রিমিং এ কাস্টম এড দেখানো যায়। তাই ইনকাম ও হবে কিছুটা।
মোটামুটি নিজস্ব একটা কাঠামো বানিয়ে শুরু করে দিলে বাংলাদেশের প্রায় শতভাগ দর্শক তখন বিসিবির স্ট্রিমিং এ চলে আসবে। সুতরাং এসব নিয়ে আর কোনো সমস্যা হবে না আশা করি।
তবে মোদ্দাকথা হলো বিসিবি এসব মিসকিন চ্যানেল গুলোকে হটিয়ে এটা বাস্তবায়ন করতে পারবে কিনা সেটা নিয়ে। কারন এসব মিসকিন গুলো কাজ না পারলেও অকাজ ভালো করতে পারে।
যাইহোক বিসিবির এই খেলার চ্যানেল আনার উদ্যোগ টা সফল হোক এই কামনাই করি। একটা ভালো খেলার চ্যানেল আনাটা এখন বাংলাদেশের দর্শকদের জন্য এটা অতীব প্রয়োজনীয় জিনিস এখন।
আরো পড়ুনঃ বাংলা সন প্রবর্তন কিভাবে হলো
– আইটেক বাংলার ফেসবুক গ্রুপে যোগ দিয়ে প্রযুক্তি বিষয়ক যেকোনো প্রশ্ন করতেঃ এখানে ক্লিক করুন।
– আইটেক বাংলার ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকতে এই পেজ ভিজিট করুন।
– আইটেক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন এবং দারুণ সব ভিডিও দেখুন।
– গুগল নিউজে আইটেক বাংলার সাইট ফলো করতে এখানে ক্লিক করুন
– আইটেক বাংলার সাইটে লিখতে চাইলে যোগাযোগ করুন এই লিংকে।
– প্রযুক্তির সব তথ্য জানতে নিয়মিত ভিজিট করুন www.itechbangla.com সাইট।