একজন তারা তিনজন
একজন তারা তিনজন

ফারুক আহমেদ, একজন বাংলাদেশী নাট্যভিনেতা। তার জনপ্রিয় নাটক….। আচ্ছা কোন নাটকটা জনপ্রিয় নয়!
হুমায়ুন আহমেদের নাটকের এক অন্যতম সঙ্গী। তার জীবনের একটি বড় অংশ কেটেছে হুমায়ূন আহমেদের সান্নিধ্যে। ফারুক আহমেদ, ডা. এজাজ, স্বাধীন খসরু এ তিন ত্রয়ী বাংলা নাটকের অন্যতম শ্রেষ্ঠ এক আবিষ্কার। যার আবিষ্কারক স্বয়ং হুমায়ূন আহমেদ। নাটকের পর নাটকে মুগ্ধতা ছড়িয়েছেন তারা। তবে হুমায়ূন আহমেদ চলে যাওয়ার পর অনেকটা ছন্নছাড়া তারা। ডা. এজাজ ও ফারুক আহমেদ বাংলাদেশে অভিনয়ে এখনো আছেন। তবে তাদের রসায়ন এখন কদাচিৎ দেখা যায়। আর স্বাধীন খসরু এখন বিলেত প্রবাসী। তবে তাদের নাটক এখনো মুগ্ধতা ছড়ায় ইউটিউবের স্ক্রলে। তন্ময় হয়ে মানুষ এখনো দেখে তাদের চমৎকার সব অভিনয়। এক নাটক বারবার দেখা হয়ে যায় তবু যেন অতৃপ্তি আসে না। শালীনতা ও নাটকের চমৎকার রসায়ন যে গুটিকয়েক অভিনেতা করতে পারেন তাদের মধ্যে “তারা তিনজন” অন্যতম।
আচ্ছা কথা শুরু হলো ফারুক আহমেদ কে নিয়ে কিন্তু সেখানে ডা. এজাজ, স্বাধীন খসরু, হুমায়ুন আহমেদ কিভাবে আসলেন! প্রশ্ন ওঠা স্বাভাবিক। এটার সোজাসাপটা উত্তর হলো “তারা তিনজন” এত আষ্টেপৃষ্ঠে বাংলা নাটকের জগতে জড়িয়ে আছেন যে একজনকে কখনোই ভিন্ন ভাবে কল্পনা করা যায় না। তাদের নানা কথাকলি এখনো মানুষের মুখে মুখে ফেরে। আর এ “তারা তিনজন” এর কথা উঠলে সেখানে হুমায়ূন আহমেদ থাকবেন না সেটা রীতিমতো অস্বাভাবিক।
এ তিন ত্রয়ী মানুষের মনে অমলিন হয়ে থাকুক চিরকাল সে কামনাই করি।
আজ এ তিন ত্রয়ীর অন্যতম একজন ফারুক আহমেদ এর জন্মদিন। শুভকামনা রইলো আপনার প্রতি। আমার কৈশোরকে আনন্দমুখর করে রাখার অন্যতম আপনি একজন। আপনার সুন্দর জীবন কামনা করছি।
আরো পড়ুন বিচারক এর অবিচার, নৈতিকতার সমাচার
– আইটেক বাংলার ফেসবুক গ্রুপে যোগ দিয়ে প্রযুক্তি বিষয়ক যেকোনো প্রশ্ন করতেঃ এখানে ক্লিক করুন।
– আইটেক বাংলার ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকতে এই পেজ ভিজিট করুন।
– আইটেক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন এবং দারুণ সব ভিডিও দেখুন।
– গুগল নিউজে আইটেক বাংলার সাইট ফলো করতে এখানে ক্লিক করুন
– আইটেক বাংলার সাইটে লিখতে চাইলে যোগাযোগ করুন এই লিংকে।
– প্রযুক্তির সব তথ্য জানতে নিয়মিত ভিজিট করুন www.itechbangla.com সাইট।