আমার কথাইতিহাসের পাতা

২ জানুয়ারির গ্রানাডা

২ জানুয়ারির গ্রানাডা

২ জানুয়ারির গ্রানাডা
২ জানুয়ারির গ্রানাডা

ইতিহাসের পাতায় আজকের ব্লগে জানবো ২ জানুয়ারির গ্রানাডায় ঘটা এক বেদনাদায়ক ইতিহাস সম্পর্কে। যেদিন খৃষ্টান বাহিনীর চাপিয়ে দেয়া অন্তর্দ্বন্দ্ব, অন্যায় যুদ্ধ, আর প্রতারণামূলক চুক্তির কাছে আনুষ্ঠানিকভাবে খণ্ডবিখণ্ড হয় স্পেন। অস্তমিত হয় স্পেনের সভ্যতার আলোকবর্তিকা।

১৪৯২ সালের ২ জানুয়ারি। পতনোন্মুখ স্পেনের মুসলিম সম্রাজ্য। আলহামরার সেই দ্বীপ্তি আজ যেন ম্রিয়মাণ হয়ে গেছে। ডুবন্ত সূর্যের প্রতিরূপ হয়ে দাড়িয়ে আছেন গ্রানাডার শাসক আবু আবদুল্লাহর। খৃষ্টানদের চাপিয়ে দেয়া গৃহযুদ্ধে বিপর্যস্ত স্পেনের জনপদ। নানামুখি আক্রমন আর শাসকদের ইমান হারানো লোলুপ দৃষ্টির কবলে পড়ে খন্ড বিখন্ড স্পেনের সোনার টুকরো ভূমি। মজলুমের আর্তনাদ আর খৃষ্টান বাহিনীর জিঘাংসার বিজয় উল্লাসে প্রকম্পিত নগরীর আকাশ বাতাস।

স্পেনের বাবদিল নামে পরিচিত গ্রানাডার শাসক আবু আবদুল্লাহর নামকাওয়াস্তে শাসন ক্ষমতার শেষ দিন আজ। সূর্য উদয় হওয়ার সাথে সাথে আজ আনুষ্ঠানিকভাবে সূর্য ডুবছে এক গৌরবময় সম্রাজের। যার ভগ্নদশা দেখে হয়তো নব প্রজন্ম ধারণা করতে পারবে না একদা কতোটা প্রতাপশালী সেই সম্রাজ্য।

২রা জানুয়ারি ১৪৯২ ছিলো “ক্যাপিচুলেশন অব গ্রানাডা” চুক্তি বাস্তবায়নের দিন। চুক্তিটি স্বাক্ষরিত হয় ১৪৯১ সালের ২৫ শে নভেম্বর। চুক্তিতে মুসলিমদের পক্ষে সাক্ষর করেন আবু আবদুল্লাহ আর হানাদার খৃষ্টানদের পক্ষে সাক্ষর করেন ফার্ডিনান্ড ও ইসাবেলা।

২ জানুয়ারি এ চুক্তি বাস্তবায়িত হওয়ার মাধ্যমে মৃতপ্রায় এক লাশের জানাজা সম্পন্ন হয়। আর তার দাফন সম্পন্ন হয় একই বছরের ১ লা এপ্রিল। ডুবন্ত জাহাজ, মসজিদ, বাসা-বাড়ি সবখানে পুড়িয়ে, পানিতে ডুবিয়ে অস্ত্রের খোঁচায় নির্মমভাবে হত্যা করা হয় জীবন বাঁচাতে পলায়ন্মুখ নিরীহ মুসলিম জনতাকে।

তারিক বিন জিয়াদের মুসলিম বাহিনি একটা আঁচড় ও লাগতে দেয় নি জনসাধারণদের। আর সভ্যতার দাবিদার খৃষ্টান বাহিনি নির্মমতার চরম রূপ প্রদর্শন করে সেদিন।

তবুও সকল অত্যাচার সহ্য করে, বহু বিপদসংকুল পথ অতিক্রম করে, স্বজন হারানোর বেদনাকে পিছু ফেলে, পাহাড়ের দুর্গম গিরিপথ আর উত্তাল সমুদ্র পাড়ি দিয়ে কিছু মুসলমান আশ্রয় নেয় মরক্কো, আফ্রিকা সহ নানা দেশে।

আজো এসব দেশে অনেক মুসলিম পাওয়া যাবে যাদের ঘরে বংশানুক্রমে অতি সযত্নে ঝুলানো আছে একটি প্রাগৈতিহাসিক চাবি। যেটা একসময় ছিলো স্পেনের কোনো এক জনপদের প্রাণোচ্ছল বাড়ির তালার সাথে। পাওয়া যাবে আরো স্মৃতিচিহ্ন যা আজো প্রজন্ম থেকে প্রজন্মান্তরে বয়ে নিয়ে চলছে তারা।

হয়তো নিরব নিভৃত রজনীতো আজো কেউ অশ্রু ফেলে সে স্মৃতিচিহ্নের দিকে তাকিয়ে! স্মরণ করে সেই মুসলিম বীরদের যারা শেষ রক্ত বিন্দু দিয়ে চেষ্টা করেছে মুসলিম সালতানাত কে পতনের হাত থেকে রক্ষা করতে। কিন্তু আত্মস্বার্থে নিমজ্জিত মুসলিম শাসকদের ঘুম কভু ভাঙেনি।

আরো পড়ুনঃ স্মৃতিতে বিবিসি বাংলা রেডিও

– আইটেক বাংলার ফেসবুক গ্রুপে যোগ দিয়ে প্রযুক্তি বিষয়ক যেকোনো প্রশ্ন করতেঃ এখানে ক্লিক করুন
আইটেক বাংলার ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকতে এই পেজ ভিজিট করুন
আইটেক বাংলার
ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন এবং দারুণ সব ভিডিও দেখুন
– গুগল নিউজে আইটেক বাংলার সাইট ফলো করতে  এখানে ক্লিক করুন
আইটেক বাংলার সাইটে লিখতে চাইলে যোগাযোগ করুন এই লিংকে
– প্রযুক্তির সব তথ্য জানতে নিয়মিত ভিজিট করুন www.itechbangla.com সাইট।

সকল সর্বশেষ তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে আজই ফ্রি সাবস্ক্রাইব করুন!

আইটেকবাংলা

"itech bangla" একটি বাংলা টেক ব্লগ (Bangla Tech Blog)। এখানে প্রতিনিয়ত ঘটে যাওয়া প্রযুক্তি ও সমসাময়িক বিষয় নিয়ে ব্লগ লেখা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button