আমরার দোতারা চাচার জন্মদিন আজ

হুমায়ূন আহমেদ পরিচালিত হাবলঙ্গের বাজারে নাটকের মধ্যে দিয়ে অভিনয়ে যাত্রা শুরু। অভিনয় শুরুর খানিক আগেও তিনি জানতেন না যে তিনি অভিনেতা হবেন, ক্যামেরার সামনে দাঁড়াবেন!
মূলত হাবলঙ্গের বাজারে নাটকের সময় নাপিতের চরিত্রে অভিনয় করার জন্য একজন কে প্রয়োজন ছিলো। খুবই ছোট্ট দৃশ্য। কিন্তু অন্য সব চরিত্রের জন্য অভিনেতা ঠিক করলেও এটার জন্য তিনি আগে থেকেই কাউকে বাছাই করেন নি। যখন এ দৃশ্য নেয়ার সময় হলো তখন তিনি সস্ত্রীক অভিনয় দেখতে আসা পূর্বপরিচিত এএসএম তোফাজ্জল হোসেন কে বলেন এ চরিত্রে অভিনয় করার জন্য।
শুনে তো স্বাভাবিক ভাবেই এএসএম তোফাজ্জল হোসেন আকাশ থেকে পড়লেন। প্রথম আলোকে দেয়া এক সাক্ষাৎকারে এ অবস্থাকে হুমায়ূন আহমেদ এভাবে বিবৃত করেছেন যে,
“সে আকাশ থেকে নয়, অন্য গ্যালাক্সি থেকে পড়ল। হতভম্ব গলায় বলল, “স্যার, আপনার কি মাথা খারাপ হয়ে গেছে?”
সেই ২০০০ সালে হাবলঙ্গের বাজার থেকে শুরু। এএসএম তোফাজ্জল হোসেন ওরফে সাদেক হয়ে গেলেন সবার প্রিয় চ্যালেঞ্জার। একের পর এক দর্শকপ্রিয় কাজ উপহার দিতে থাকলেন।
২ শতাধিক নাটক ও চলচ্চিত্রে অভিনয় করলেন এ অভিনেতা। পেলেন তুমুল জনপ্রিয়তা। বাংলাদেশে রুচিশীল কাজের যে ক’জন দিকপাল রয়েছেন তাদের মধ্যে অন্যতম একজন এই চ্যালেঞ্জার। সুদীর্ঘ অভিনয় জীবনে কালিমা লাগেনি কখনো।
হুমায়ূন আহমেদের নাটক মানেই ড. এজাজ, ফারুক আহমেদ, স্বাধীন খসরু, চ্যালেঞ্জার। কয়েকটা প্রজন্মকে মাতিয়ে রেখে গেছেন তারা। বর্তমানে ইউটিউবের কল্যানে তাদের তাদের অভিনীত নাটক এখনো তুমুল জনপ্রিয়। বাংলাদেশে রুচিশীল কাজ বললে এদের কাজগুলো থাকবে অগ্রজ হিসেবে।
আজ আমাদের প্রিয় দোতারা চাচার জন্মদিন। হে পরম করুনাময় আপনার অসীম করুণাধারায় সিক্ত রাখুন মাসুম আজিজের বজলু মিয়াকে।
আরো পড়ুনঃ সুপার গ্লু কেন নিজের টিউবের সঙ্গে আটকায় না?
– আইটেক বাংলার ফেসবুক গ্রুপে যোগ দিয়ে প্রযুক্তি বিষয়ক যেকোনো প্রশ্ন করতেঃ এখানে ক্লিক করুন।
– আইটেক বাংলার ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকতে এই পেজ ভিজিট করুন।
– আইটেক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন এবং দারুণ সব ভিডিও দেখুন।
– গুগল নিউজে আইটেক বাংলার সাইট ফলো করতে এখানে ক্লিক করুন
– আইটেক বাংলার সাইটে লিখতে চাইলে যোগাযোগ করুন এই লিংকে।
– প্রযুক্তির সব তথ্য জানতে নিয়মিত ভিজিট করুন www.itechbangla.com সাইট।